শেকৃবিতে ভর্তি আবেদন শুরু ১ সেপ্টেম্বর


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১৮ আগস্ট ২০১৪

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীর ভর্তির আবেদন প্রক্রিয়া ০১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি  পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে দিনে বা রাতে যেকোন সময়, এমনকি বন্ধের দিনেও আবেদন করতে পারবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. শাদাতউল্লার সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভর্তি পরীক্ষার আবেদন ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের আবেদন অনলাইনে পূরণ করে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং ও জেনারেল ব্যাংকিং এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।

ফরম পূরনের সময় প্রার্থীর একটি পাসপোর্ট আকারের রঙিন ছবি আপলোড করতে হবে। তিনটি অনুষদে মোট আসন সংখ্যা ৫০০। কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরীনারী মেডিসিন অনুষদ ৭৫। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ-৭.০০ থাকতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।