বাংলাদেশে সেলাঙ্গর ইউনিভার্সিটির ক্যাম্পাস স্থাপনের প্রস্তাব


প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৬ জানুয়ারি ২০১৭

সেলাঙ্গর ইউনিভার্সিটি বাংলাদেশে তাদের শাখা ক্যাম্পাস স্থাপনের প্রস্তাব দিয়েছেন। সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) চেয়ারম্যানের সঙ্গে সেলাঙ্গর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎকালে এ প্রস্তাব দেন।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি বলেন, ইউনিভার্সিটি সেলাঙ্গর এদেশে উচ্চশিক্ষায় অবদান রাখতে চায়। সেই লক্ষ্যে বাংলাদেশে তাদের একটি শাখা ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে আগ্রহ প্রকাশ করেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উচ্চশিক্ষা আন্তর্জাতিকীকরণে সর্বদা বিশ্বাসী। তবে উচ্চ শিক্ষাস্তরে শিক্ষার গুণগতমান অবশ্যই বজায় রাখতে হবে।

ইউজিসির পক্ষ থেকে তিনি প্রতিনিধি দলকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রতিনিধি দলের মধ্যে মালয়শিয়ার সেলাঙ্গর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নর বিন নাওয়াই, ভাইস-প্রেসিডেন্ট, ডেপুটি উপ-উপাচার্য (অ্যাডমিনিস্ট্রেশন, প্লানিং অ্যান্ড গ্লোবাল অ্যানগেজমেন্ট) উপস্থিত ছিলেন। এছাড়া ইউজিসিরি সদস্য অধ্যাপক ড. মোখতার বিন আবদুল্লাহ, ভাইস-প্রেসিডেন্ট, ডেপুটি ভাইস-চ্যান্সেলর (একাডেমিক, রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যানগেজমেন্ট), ইউনিভার্সিটি সেলাঙ্গর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিনিধি দলটি তাদের শাখা ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে এসেছেন।

এমএইচএম/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।