দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৯২.৯৯


প্রকাশিত: ০৮:৫০ এএম, ২৯ ডিসেম্বর ২০১৬

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এ বছর  জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গড় পাশের হার ৯২ দশমিক ৯৯ শতাংশ। বৃহস্পতিবার দুপুর  ১টায় দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।  

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় ২ লাখ ১৬ হাজার ৭২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ১৫ হাজার ২৫ জন। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৪৯ হাজার ৭৪  জন ও ছাত্রী ১ লাখ ১১ হাজার ৭৪৭ জন। গড় পাশের হার ৯২ দশমিক ৯৯ ভাগ।  ছাত্রদের পাশের হার ৯২ দশমিক ৫৪ শতাংশ ও ছাত্রীদের পাশের হার ৯৩ দশমিক ৪১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৮৯ জন। এদের মধ্যে ছাত্র ১২ হাজার ৫৩৫ ও ছাত্রী ১৪ হাজার ৫৫৪ জন। এবারে ফলাফলে মেযেরা এগিয়ে রয়েছে।

জেএসসি পরীক্ষায় শতভাগ পাশ করা বিদ্যালয়ের সংখ্যা ৮৯৯টি। কেউই পাশ করেনি এমন (শূন্য ফলাফল প্রাপ্ত) বিদ্যালয়ের সংখ্যা ৬টি। মোট কেন্দ্র সংখ্যা ২৫০টি ও অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা ৩ হাজার ১৪১টি।

ফলাফল প্রকাশ করে দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান বলেন, বিগত চার বছরের  তুলনায় এবার ফলাফল কিছুটা ভাল হয়েছে। তবে পাশের হারের সঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যাও বেড়েছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল  ১৯ হাজার ১৪৩ জন। এবার পেয়েছে ২৭ হাজার ৮৯ জন। যা গত বারের চেয়ে ৭ হাজার ৯৪৬ জন বেশি।

ফলাফল প্রকাশের সময় দিনাজপুর শিক্ষাবোর্ডের সচিব মো. আমিনুল হক সরকার, বিদ্যালয় পরিদর্শাক রবিন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য, উপ সচিব ড.আব্দুর রাজ্জাক, হারুনুর রশিদ মণ্ডল, সহাকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রাকিবুল ইসলাম।

এমদাদুল হক মিলন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।