এবারও দেশ সেরা রাজউক


প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১৩ আগস্ট ২০১৪

টানা ৪র্থ বারের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেশ সেরা হওয়ার গৌরব ধরে রাখল রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ।

তবে এক সময়ের দেশ সেরা নটরডেম কলেজ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে সেরা পাঁচের মধ্যে নেই।

ঢাকা শিক্ষা বোর্ডে এবার প্রথম হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ, দ্বিতীয় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, তৃতীয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, চতুর্থ ন্যাশনাল আইডিয়াল কলেজ, পঞ্চম ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজ এবং ৬ষ্ঠ হয়েছে নটরডেম কলেজ।

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ৬০২ জন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ বুধবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।