বরিশালে দুটি কলেজে কেউ পাস করেনি

শিক্ষা ডেস্ক
শিক্ষা ডেস্ক শিক্ষা ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ১৩ আগস্ট ২০১৪

বরিশাল বোর্ডে দু’টি কলেজে কেউ পাস করেনি। কলেজ দু’টো হলো-পটুয়াখালী জেলার গুলি আওলিয়াপুর মডেল সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ ও পিরোজপুরের নেছারাবাদের দাইহারী মহাবিদ্যালয়।

বরিশাল বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৭৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ২২২৫ জন। এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৫৫ হাজার ৭৭৯ জন। এর মধ্যে ছেলে ছিল ২৮ হাজার ২৯৭ জন ও মেয়ে ২৭ হাজার ৪৮২ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৫৪ হাজার ৯১৫ জন। এর মধ্যে ছেলে ২৭ হাজার ৮৪১ ও মেয়ে ২৭ হাজার ৭৪ জন।

মোট পাস করেছে ৩৯ হাজার ৪০২ জন। এর মধ্যে ছেলে ১৯ হাজার ৬৯৩ জন ও মেয়ে ১৯৭০৯ জন।
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।