অভিজিতের ডিএনএ পরীক্ষার নির্দেশ


প্রকাশিত: ১২:০১ পিএম, ১০ মার্চ ২০১৫

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এ আদেশ দেন।

এ ছাড়া অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা এফবিআইয়ের মাধ্যমে রাসায়নিক পরীক্ষার জন্য অনুমতি দিয়েছেন আদালত।

আদেশে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগকে অভিজিৎ রায়ের ডিএনএ পরীক্ষা করে তার একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তবে কত সময়ের মধ্যে এ প্রতিবেদন দিতে হবে, সে বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।