৩৭তম বিসিএস : লিখিত পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি


প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬

৩৭তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) লিখিত পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে ১২ ফেব্রুয়ারি থেকে বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। শিগগিরই এই পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হবে।

গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এরপর ৩০ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। ১ নভেম্বর ফল প্রকাশ করা হয়। উত্তীর্ণ হন ৮ হাজার ৫২৩ জন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।