জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ফল প্রকাশ


প্রকাশিত: ১১:৫৬ এএম, ০৪ মার্চ ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষায় পাসের হার ৮৬ দশমিক ৬৭ শতাংশ। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়জুল করিম মনির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যা ৭টার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নিজ নিজ ফল জানতে পারবেন।

এবার প্রথম বর্ষের ৩০টি বিষয়ের ৪৭৩টি কলেজের নিয়মিত এক লাখ ৫৭ হাজার ২২০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ৩৬ হাজার ২৫৪ জন। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় গত ১৫ নভেম্বর।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে ফল জানা যাবে। এ ছাড়া যে কোনো মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে nu লিখে স্পেস দিয়ে H1 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফলাফল পাওয়া যাবে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।