জার্মানে স্কলারশিপের আবেদন শুরু


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০৪ মার্চ ২০১৫

জার্মান সরকারের এডুকেশন এক্সচেঞ্জ সার্ভিস ডাড এর অধীনে প্রতিবছর বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হয়। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের কাছ থেকে স্কলারশিপ অফার করা হয়েছে। ইতিধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ।

এ স্কলারশিপের অধীনে একজন শিক্ষার্থী মাসে পাবেন ৬৫ হাজার টাকা। কোর্স অনুযায়ী এক থেকে দুই বছরের জন্য ওই স্কলারশিপের অধীনে দেয়া হবে সাড়ে ৭ লাখ থেকে সাড়ে ১৫ লাখ টাকা। এর সঙ্গে থাকছে স্বাস্থ্য, যাতায়াত ভাতা, ভ্রমণ ও গবেষণা ভাতা।

বৃত্তির মেয়াদ: কোর্সের সময়সীমা অনুযায়ী ১২ থেকে ২৪মাস পর্যন্ত জার্মান সরকার এ বৃত্তি প্রদান করবে।

বৃত্তির পরিমাণ:  একজন শিক্ষার্থীকে প্রতিমাসে ৭৫০ ইউরো বা ৬৫ হাজার টাকা দেওয়া হবে । এছাড়া স্বাস্থ্য বীমা, যাতায়াত ভাতা, ভ্রমণ ও গবেষণা ভাতা প্রদান করা হবে ।

যোগ্যতা:
১. আবেদন কারীকে যে কোন ডিসিপ্লিন থেকে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে ।

২. ডিপ্লোমা বা সমমানের ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবে ।

৩. ডিগ্রির সময়সীমা ছয় বছরের বেশি হওয়া যাবে না ।

৪.ব্যাচেলর ডিগ্রি শেষ করে এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠানে দুই বছর চাকরি করেছেন এমন ব্যক্তি অগ্রাধিকার পাবে।

৫. আবেদনকারীকে জার্মান ভাষা জানা থাকতে হবে ।

৬. যারা জার্মান ভাষা জানেন না তাদের জন্য জার্মান সরকার একটি ফ্রি অনলাইন ল্যাঙ্গুয়েজ কোর্সের ব্যাবস্থা করবে ।

আবেদন: আবেদনপত্র পাওয়া যাবে www.daad.de/en/form এ ঠিকানায়। এ লিঙ্কে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করা যাবে। এছাড়া কোর্সের বিস্তারিত তথ্য ও অন্যান্য সহায়তার জন্য ঢাকাস্থ জার্মান দূতাবাসে যোগাযোগ করতে পারেন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।