জয়ে ফিরলো ম্যানচেস্টার ইউনাইটেড


প্রকাশিত: ০৩:০৩ এএম, ০১ মার্চ ২০১৫

ওয়েইন রুনির জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরলো ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার তারা ২-০ গোলে হারায় ১০ জনে পরিণত হওয়া সান্ডারল্যান্ডকে।

নিজেদের মাঠে খেলার শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে ম্যানইউ। তবে কোনো গোলের দেখা না পাওয়ায় সান্ডারল্যান্ডের বিপক্ষে নিজ মাঠে গোলশূণ্য ড্র নিয়ে বিরতিতে যায় কোচ লুইস ভ্যান গালের দল।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। ম্যাচের ৬৫ মিনিটে প্রথম ধাক্কা খায় অতিথিরা। জন ও’শেয়া মেক্সিকো তারকা রাদামেল ফ্যালকাওকে ফাউল করলে পেনাল্টি পায় ম্যানইউ। এ সময় বাজে আচরণের কারণে ওয়েস ব্রউন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সুযোগ পেয়ে গোল করতে ভুল করেন নি ওয়েইন রুনি। ৮৪ মিনিটে ম্যানইউর দ্বিতীয় গোলটিও করেন ইংলিশ তারকা।

এ জয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসলো ম্যানইউ। তাদের সংগ্রহ ২৭ ম্যাচে ৫০ পয়েন্ট। শীর্ষদল চেলসির সংগ্রহ ২৬ ম্যাচে ৬০ ও দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৫৫ পয়েন্ট।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।