হরতাল-অবরোধ শিক্ষা ব্যবস্থাকে ব্যহত করছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, ২০১৮ সালের মধ্যভাগ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ সেশনজটমুক্ত করার লক্ষ্য নিয়ে আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম, ঠিক সে মুহুর্তে বিরোধী জোট আহূত লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচির নামে শিক্ষা ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যহত করছে।
শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মিলনায়তনে কলেজ শিক্ষকদের ৮৮তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হারুন-অর-রশিদ বলেন, একদিকে আজ পরীক্ষা ও ক্লাস বিঘ্নিত হচ্ছে ও সৃষ্টি হচ্ছে নতুন সেশনজট অন্যদিকে পেট্রোল বোমায় একের পর এক সাধারণ নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে।
নতুন করে সেশনজট সৃষ্টির দায়িত্ব হরতাল-অবরোধকারীদেরই বহন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বিঘ্নে পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে দেয়া এবং নিরীহ মানুষের প্রাণহানি বন্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, আগামী ১৪ মার্চ সারাদেশে একযোগে ২১৫৪টি অধিভুক্ত কলেজের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণ স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানারসহ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
অনুষ্ঠানে কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. এম শাহাদত আলী, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. শাকের আহমেদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের প্রফেসর ড. আল মাসুদ হাসানুজ্জামান বক্তব্য রাখেন। ব্যবস্থাপনা, প্রাণিবিদ্যা ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সর্বমোট ৮৩ জন কলেজ শিক্ষক এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
আরএস/আরআই