বাংলাদেশ-সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক আলোচনা ১ মার্চ
বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা আগামী ১ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে।
আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (দ্বিপাক্ষিক) মিজানুর রহমান। অন্যদিকে সুইজারল্যান্ড প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সে দেশের ‘ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স’-এর ‘এসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি’ জোহানেস ম্যাটিয়াসি।
শুক্রবার ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ঢাকা সফরকালে সুইস প্রতিনিধিদলের নেতা জোহানেস ম্যাটিয়াসি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সাথে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
আরএস/পিআর