রাজশাহীতে ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত ৪৩৪১


প্রকাশিত: ১১:২৫ এএম, ০৬ নভেম্বর ২০১৬

চলমান জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রোববার ইংরেজি দ্বিতীয়পত্রে রাজশাহী বোর্ডে ৪ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তাদের বহিষ্কার করা হয়।

এরা হলো, নওগাঁর নিয়ামতপুরের আরাফাত হোসেন (রোল-১৯১১৫৬) এবং বগুড়ার সারিয়াকান্দির রিপন ইসলাস (রোল ২৯৯৬২৭)। তবে এ নিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড।  

রোববার সন্ধ্যায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, রাজশাহী শিক্ষাবোর্ডের ইংরেজি দ্বিতীয়পত্রে মোট পরীক্ষার্থী ২ লাখ ৩০ হাজার ৫৬১ জন। এর মধ্যে ২ লাখ ২৬ হাজার ২২০ জন। এদিন অনুপস্থিত ছিল ৪ হাজার ৩৪১জন। শতকরা হিসেবে তা ১ দশমিক ৮৮ শতাংশ।

এদিন সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল রাজশাহীতে ৮৭৯ জন। এরপর যথাক্রমে নওগাঁয় ৭১৪ জন, সিরাজগঞ্জে ৬০০ জন, পাবনায় ৫৪৯ জন, বগুড়ায় ৫২৯জন, নাটোরে ৫০০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৬১ জন এবং জয়পুরহাটে ৯১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এবছর বোর্ডের ২৩৩ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। বোর্ডের ঝটিকা টিম ও ভিজিলেন্স টিমসহ প্রশাসনের নিয়োগকৃত ম্যাজিস্ট্রেটগণ, প্রথম শ্রেণির কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন।

ফেরদৌস সিদ্দিকী/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।