প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে হাত ধোয়া কর্মসূচি পালিত


প্রকাশিত: ০৯:০৭ এএম, ১৫ অক্টোবর ২০১৬

‘পরিষ্কার হাত, সুস্থ জীবন’ স্লোগান নিয়ে প্রাণ-আরএফএল-এর দুটি স্কুলে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবসের কর্মসূচি। ১৫ অক্টোবর অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রয়োজনীয়তা এবং হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো হয়। হ্যান্ডওয়াশ ‘ব্লিস’র পৃষ্ঠপোষকতায় এটি অনুষ্ঠিত হয়।

নরসিংদীর ঘোড়াশাল এবং হবিগঞ্জের অলিপুরে অবস্থিত প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের সহস্রাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিশ্ব হাতধোয়া দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে স্কুল দুটিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

PRAN-RFL-public-schools

আরএফএল শিল্প পার্কের মহাব্যবস্থাপক শামসুল আলম, প্রাণের হবিগঞ্জ শিল্প পার্কের মহাব্যবস্থাপক হাসান মো. মঞ্জুরুল হক, প্রাণ শিল্প পার্কের সহকারী মহাব্যবস্থাপক মো. মোস্তাক চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের সিনিয়র ম্যানেজার (এইচআরএম) ফারুক হোসাইন এবং দুটি প্রতিষ্ঠানের শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।