মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল যেকোনো সময়


প্রকাশিত: ০৩:৪০ এএম, ১০ অক্টোবর ২০১৬

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল যেকোনো সময় প্রকাশিত হতে পারে বলে স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে। সূত্রে বলছে যেকোনো সময়ই প্রকাশিত হবে ফলাফল।

গেল শুক্রবার রাজধানীসহ সারাদেশের ১৮টি মেডিকেল কলেজের ৩৭টি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯০ হাজার ৪শ ২৬ জন আবেদকারীর ৩ হাজার ৮শ ২৮ জন অনুপস্থিত ছিলেন পরীক্ষায়।

ফলাফল দুপুরের পরপরই প্রকাশের আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ। তিনি বলেন, পরীক্ষার্থীদের ওএমআর শিট একাধিকবার চেক-রিচেক শেষে ফলাফল প্রায় চূড়ান্ত। লোডশেডিং বা যান্ত্রিক কোনো বিভ্রাট না ঘটলে দুপুরের পরপরই ফলাফল প্রকাশিত হবে।

ডা. রশীদ জানান, বিগত বছরের মতো নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে ম্যাসেজের মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে। এছাড়া পরীক্ষার্থীরা স্বাস্থ্য অধিদফতরের http://www.dghs.gov.bd/index.php/bd/ ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

পরীক্ষার দিনই স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ বলেছিলেন, সারাদেশে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সম্ভাব্য দ্রুততম সময়ে পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলেও সেদিন তিনি জানিয়েছিলেন।

এমইউ/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।