সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে, ফল দ্রুততম সময়ে


প্রকাশিত: ০৫:৫১ এএম, ০৭ অক্টোবর ২০১৬

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ বলেছেন, সারাদেশে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শুক্রবার বেলা ১১টায় মেডিকেল ভর্তি পরীক্ষা শেষে এসব কথা বলেন আবদুর রশীদ।

তিনি বলেন, সম্ভাব্য দ্রুততম সময়ে পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

তবে ফলাফল প্রকাশের দিনক্ষণ সম্পর্কে সুস্পষ্ট করে কিছু বলতে রাজি হননি তিনি।

শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমও। তিনি বলেন, পরীক্ষায় মেধার দিক থেকে যারা এগিয়ে থাকবে তারাই ভর্তির সুযোগ পাবে।

সকাল ১০টায় সারা দেশের সরকারি ১৮টি মেডিকেল কলেজের ৩৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় চলতি বছরের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নের এ পরীক্ষায় ৯০ হাজাররও বেশি পরীক্ষার্থী অংশ নেন। বেলা ১১টায় পরীক্ষা শেষ হয়।  

এমইউ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।