২০১৭ সালের পর ভবনহীন কোনো স্কুল থাকবে না


প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৫ অক্টোবর ২০১৬

আগামী ২০১৭ সালের মধ্যে দেশে কোনো ভবনহীন প্রাথমিক বিদ্যালয় থাকবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এ জন্য সরকার ১৭ হাজার স্কুলের ৪০ হাজার শ্রেণি কক্ষের জন্য ভবন নির্মাণ করছে বলেও জানান তিনি।

বুধবার রাতে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে মো. ইয়াছিন ও সুবিদ আলী ভূইয়ার এ সংক্রান্ত পৃথক দুটি প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, ইতোমধ্যে ১৭ হাজার স্কুলে ৪০ হাজার শ্রেণি কক্ষ নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেছে। অচিরেই এই কাজ শুরু হবে। এর মাধ্যমে সংসদ সদস্যরা তাদের চাহিদা অনুযায়ী স্কুলের নাম দিতে পারবেন।

দিদারুল আলমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুধুমাত্র ১ জন করে দপ্তরি কাম প্রহরী নিয়োগের জন্য সরকারের পরিকল্পনা অনুযায়ী ৩৬ হাজার ৯৮৮ পদ সৃষ্টি করা হয়েছে। ২০১২-২০১৩ অর্থ বছর থেকে ২০১৪-১৫ অর্থ বছর পর্যন্ত মোট ২৩ হাজার ৮৯ জন দপ্তরি কাম প্রহরী নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে নিয়োগের কার্যক্রম বন্ধ রয়েছে। করণিক ও আয়ার পদ সৃষ্টি করার আপাতত কোনো পরিকল্পনা নেই।

মন্ত্রী আরো বলেন, প্রহরী পদে নিয়োগ নীতিমালার বিষয়ে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং-৩৪৫৮/২০১৫ মূলে রুল জারি করা হয়। রিট পিটিশনটি বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ করা যাচ্ছে না বলে জানান তিনি।

এইচএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।