জামালপুরে রক্তের বন্ধনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশিত: ১১:২৮ এএম, ২৮ জানুয়ারি ২০১৫

‘আপনার এক ব্যাগ রক্ত বাচাঁতে পারে একজন মুমূর্ষু রোগীকে’ এই স্লোগানে  জামালপুরের স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে শহরের বকুলতলা চত্বর থেকে জামালপুরের জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আশেক মাহমুদ কলেজ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের সভাপতি শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ বিল্লাহ ফারুকী, জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমদ, সির্ভিল সার্জন ডাঃ মোশায়ের উল-ইসলাম, সহযোগী অধ্যাপক হারুণ অর রশিদ, সাংবাদিক এ এ কে মাহমুদুল হাসান দারা প্রমুখ। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।