সৌদির নতুন বাদশাহ সালমান


প্রকাশিত: ০৪:২০ এএম, ২৩ জানুয়ারি ২০১৫

সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুর পর তার ভাই প্রিন্স সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ নতুন বাদশা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে রাষ্ট্রীয় টিভির ঘোষণায় বলা হয়েছে।

বাদশা আব্দুল্লাহর অনুপস্থিতিতে প্রিন্স সালমান গত বেশ কিছু দিন ধরেই ভারপ্রাপ্ত বাদশার দায়িত্ব পালন করে আসছিলেন।

রাষ্ট্রীয় ঘোষণায় আরো জানানো হয়েছে, ৭৯ বছর বয়সী প্রিন্স সালমান নতুন বাদশা হওয়ায় নতুন ‘ক্রাউন প্রিন্স’ হিসেবে সদ্য প্রয়াত বাদশা আব্দু্ল্লাহর সৎ ভাই মকরেনের নাম ঘোষণা করা হয়েছে।

২০১২ সালের জুনে সাবেক ক্রাউন প্রিন্স নাইফের মৃত্যুর পর নতুন ক্রাউন প্রিন্স হিসেবে মনোনীত হন সালমান। তখন থেকে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন তিনি।

প্রসঙ্গত, ফুসফুসে সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে শুক্রবার ভোরে ৯০ বছর বয়সে বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।