নতুন করে কলেজে ভর্তি হতে পারবে ৪০০ শিক্ষার্থী : শিক্ষামন্ত্রী


প্রকাশিত: ১১:৩২ এএম, ১৮ আগস্ট ২০১৬
ফাইল ছবি

নানা কারণে এইচএসসি পর্যায়ের ৪০০ শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেনি। এসব শিক্ষার্থী আগামী ২১ থেকে ২৩ আগস্ট পর্যন্ত কলেজে ভর্তি হতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে না পারার কারণ হিসেবে শিক্ষার্থীদের দারিদ্র্য, বিয়ে ও বিদেশে চাকরি খুঁজতে যাওয়াকে দায়ী করেন মন্ত্রী।

বৃহস্পতিবার এইচএসসির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, সিট খালি থাকা সাপেক্ষে যেকোনো বোর্ডের যেকোনো কলেজে তারা ভর্তি হতে পারবে। এ জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এমইউএইচ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।