৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ১ সেপ্টেম্বর


প্রকাশিত: ১০:২৩ এএম, ১৪ জুলাই ২০১৬

৩৬তম বিসিএসের প্রিলিমিনারিতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা শুরু আগামী ১ সেপ্টেম্বর। বৃহস্পতিবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া পরীক্ষার বিস্তারিত সূচি পরে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছে কমিশন।

গত ১০ ফেব্রুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার ১৩ হাজার ৮৩০ জন লিখিত পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করেন। এর আগে গত ৮ জানুয়ারি দুই লাখ ১১ হাজার ৩২৬ জন চাকরিপ্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।

উল্লেখ্য, গত ৩১ মে ৩৬তম বিসিএসের মাধ্যমে প্রথম শ্রেণির দুই হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।