বেসরকারি স্কুল-কলেজে নিয়মিত কমিটি গঠন কার্যক্রম স্থগিতের নির্দেশ
অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নিয়মিত করার কার্যক্রম স্থগিত থাকবে। একই সঙ্গে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হবে তাদেরও একই আদেশ দেওয়া হয়েছে।
এ আদেশের পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন
- পিএসসি সংস্কারের দাবিতে অনশনে ৭২ ঘণ্টা: অসুস্থ হয়ে হাসপাতালে দুজন
- দুইটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার: আসিফ মাহমুদ
চিঠিতে বলা হয়েছে, ‘নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর প্রবিধি ৬৪-এর আওতায় এ বিভাগের গত ২১ নভেম্বরের চিঠি মোতাবেক যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বা হবে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ অ্যাডহক কমিটি থেকে নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম স্থগিত থাকবে।’
‘এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সব শিক্ষা বোর্ডকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো’ বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এএএইচ/কেএসআর/এমএস