চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে জরুরি সভায় পিএসসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১০ এপ্রিল ২০২৫

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন একদল চাকরিপ্রার্থী। একই সঙ্গে তারা সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কার এবং বিসিএস পরীক্ষা শেষ করতে সুনির্দিষ্ট রোডম্যাপ করার দাবি জানাচ্ছেন। টানা তিনদিন ধরে পিএসসি ভবনের সামনে এ দাবি আদায়ে বিক্ষোভ-সমাবেশ করছেন তারা।

এদিকে, পিএসসি বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে অবস্থান জানানোর পর আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে তারা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের পাশে বিক্ষোভ শুরু করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সার্বিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে জরুরি সভায় বসেছে পিএসসি। বৃহস্পতিবার বিকেল ৩টায় পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের সভাপতিত্বে এ সভা শুরু হয়। এতে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছাতে প্রার্থীদের দাবির বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পিএসসি সূত্র জানায়, সভা থেকে চাকরিপ্রার্থীদের দাবি সংবলিত যেকোনো সিদ্ধান্ত আসতে পারে। চলমান নানা পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হবে।

এর আগে সকালে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। দুপুরের পরে তারা সেখান থেকে পিএসসির দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের প্রথমে বাধা দেন। পরে চাকরিপ্রার্থীদের জোর করে নির্বাচন কমিশন থেকে পিএসসির যাওয়ার পথ থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এসময় চাকরিপ্রার্থীদের হাতে ছিল বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে ‘৮ মের কবর দে’, ‘ড্রিম পিএসসি’, ‘ফ্যাসিজম নট অ্যালাউড’সহ নানা স্লোগান লেখা ছিল।

এএএইচ/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।