এসএসসি পরীক্ষা
মীরপুর বাংলা স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী-অভিভাবকদের অপেক্ষা

সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সরেজমিনে দেখা যায়, অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে অপেক্ষা করছেন। সকাল ৯টা থেকে কেন্দ্র খোলা হয়।
প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। হলের বাইরে কেউ কেউ শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন।
এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। বাংলা প্রথমপত্রের মধ্য দিয়ে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা শেষ হবে ১৩ মে। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।
- আরও পড়ুন
- এসএসসি পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা
- ‘আকস্মিক’ এসএসসির কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষা উপদেষ্টা
মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ইসলামি ব্যাংক মডেল হাই স্কুল, উত্তর কালশী আদর্শ উচ্চ বিদ্যাপীঠ এই পাঁচটি স্কুলের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষা কেন্দ্র পড়েছে।
মিজানুর রহমান নামে একজন অভিভাবক জাগো নিউজকে বলেন, ‘একটু টেনশনে আছি। ছেলের এটাই প্রথম কোনো বোর্ড পরীক্ষা। আশা করি ভালো হবে। দোয়া করবেন সবাই।’
এ বিষয়ে মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক এবং কেন্দ্র সচিব মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবিশ জাগো নিউজকে বলেন, ‘আমাদের কেন্দ্রে পাঁচটি স্কুলের হল পড়েছে যেখানে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। সকাল ৯টা থেকে কেন্দ্র শিক্ষার্থীদের জন্য খোলা হবে, ৯টা ৩০ মিনিট পর্যন্ত কেন্দ্রে প্রবেশ করা যাবে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে কেন্দ্র সচিব বলেন, এখনও পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। পর্যাপ্ত পুলিশ কেন্দ্রে উপস্থিত আছেন। এছাড়া কেন্দ্র এবং আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি আছে।
এসআরএস/এমআরএম/এমএমএআর