৪৪তম বিসিএসের ৬২২৩ প্রার্থীর ভাইভা শুরু ২২ এপ্রিল

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আরও ৬ হাজার ২২৩ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী ২২ এপ্রিল থেকে তাদের মৌখিক পরীক্ষা শুরু হবে, যা চলবে ১৬ জুন পর্যন্ত।
মঙ্গলবার (৮ এপ্রিল) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার) চলতি দায়িত্ব পালন করা কর্মকর্তা মাসুমা আফরীন।
বিসিএসে জট কাটিয়ে দ্রুত শেষ করার দাবিতে রোডম্যাপ ঘোষণার দাবিতে যখন একদল চাকরিপ্রার্থী পিএসসির সামনে আন্দোলন করছেন, ঠিক তখনই একসঙ্গে ছয় হাজারেরও বেশি প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করলো পিএসসি।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৮৯৭ জন এবং সাধারণ ক্যাডার পদসমূহের ৫ হাজার ৩২৬ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর মৌখিক পরীক্ষা প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন
- ৪৪তম বিসিএসের ভাইভা শেষে ৪৬’র লিখিত পরীক্ষার নেওয়ার দাবি
- ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুনের মধ্যে: পিএসসি চেয়ারম্যান
প্রকাশিত তারিখ ও সময়সূচি অনুযায়ী ঢাকার শেরে বাংলা নগরের আওতাধীন আগারগাঁওয়ে অবস্থিত পিএসসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়।
৪৪তম বিসিএসে মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেন। ২০২৩ সালের ২৭ মে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ২৫ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।
প্রিলিমিনারিতে ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাস করেন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেন। এতে উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ জন প্রার্থী। তারাই মৌখিক পরীক্ষায় অংশ নিচ্ছেন।
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এরমধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।
এএএইচ/এমকেআর/এমএস