৪৬তম বিসিএস
লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ, চেয়ারম্যান বলছেন অযৌক্তিক

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে অবস্থান নিয়েছেন একদল চাকরিপ্রার্থী।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে, চাকরিপ্রার্থীদের বিক্ষোভ শুরুর পরপরই সার্বিক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।
- আরও পড়ুন
- শিক্ষকদের ফাঁকিবাজি বন্ধে ১০ জুলাইয়ের মধ্যে বায়োমেট্রিক হাজিরা
- শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ
তিনি বলেন, যারা পড়াশোনা করেছে, তারা সবাই তৈরি। তারা অনেক আগে থেকে প্রস্তুতি নিয়েছে। আমি মনে করি তারা দুই সপ্তাহ পরীক্ষা পেছানোর জন্য বসে নেই। একই সিলেবাসে দুটি পরীক্ষা। একটা সিলেবাস পড়ে পরীক্ষা দেওয়া যাচ্ছে। এক্ষেত্রে পরীক্ষা পেছানোর দাবিটা মনে হয় না যৌক্তিক।
চাকরিপ্রার্থীরা জানান, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয় ২০২৪ সালের ২২ ডিসেম্বর। ছয় মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনও অর্ধেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। যে গতিতে পিএসসি এগোচ্ছে, তাতে আরও এক বছর সময় লাগবে ৪৪তম বিসিএসের ভাইভা শেষ করতে।
এদিকে, এর মধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা রয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী ৪৬তম বিসিএসের লিখিত দেবেন। তারা মৌখিক পরীক্ষার প্রস্তুতি নেবেন, না কি লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন- তা নিয়ে পিএসসি চেয়ারম্যানকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন।
এএএইচ/এমআরএম/জিকেএস