৪৬-৪৭তম বিসিএস
সময়সূচি নিয়ে ক্ষোভ, লিখিত-প্রিলির মধ্যে ৩ মাস সময় চান প্রার্থীরা

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখও ঘোষণা করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
ঘোষিত সূচি অনুযায়ী- ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ৮ মে। আর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে ২৭ জুন। অর্থাৎ, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হতে না হতেই ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় বসতে হবে প্রার্থীদের।
সোমবার (২৪ মার্চ) বিকেল পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, দুটি বিসিএসের লিখিত ও প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে পর্যাপ্ত সময় না রাখায় ক্ষোভ জানিয়েছেন প্রার্থীরা। তারা বলছেন, যারা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেবেন, তাদের অধিকাংশই ৪৭তম বিসিএসেও আবেদন করেছেন। কিন্তু দুই বিসিএসের দুটি পরীক্ষার মধ্যে একেবারে সময় রাখা হয়নি। এতে প্রার্থীরা চরম ক্ষতির মুখে পড়বেন।
আরও পড়ুন
৪৬তম বিসিএসে উত্তীর্ণ হয়েছেন নুর জাহান, আনোয়ারুল হক ও আদনান নিলয়। তারা ৪৭তম বিসিএসেও আবেদন করেছেন। সেক্ষেত্রে তারা এখন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। সময়সূচি নিয়ে তাদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে।
চাকরিপ্রার্থী নূর জাহান বলেন, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরীক্ষাটা পিছিয়ে যায়। এতে দুটি বিসিএসের লিখিত ও প্রিলি একসঙ্গে পড়ে গেছে। দুই বিসিএসের মধ্যে অন্তত তিনমাস সময় না দিলে আমরা যারা দুই বিসিএসে পরীক্ষা দেবো, তাদের সঙ্গে চরম বৈষম্য করা হবে। এতে আমরা ক্ষতিগ্রস্ত হবো।
আরেক প্রার্থী আদনান নিলয় বলেন, আমরা ঘোষিত এ সময়সূচি মানি না। ৪৬তম বিসিএসের লিখিত ও ৪৭তম বিসিএসের প্রিলিমিনারির মধ্যে অবশ্যই কমপক্ষে তিনমাস গ্যাপ (বিরতি) দিতে হবে। প্রয়োজনে এ নিয়ে প্রার্থীরা লিখিতভাবে পিএসসির কাছে দাবি জানাবে।
বিষয়টি নিয়ে পিএসসির চেয়ারম্যানসহ দুজন সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ নিয়ে কথা বলতে চাননি। প্রকাশিত সূচি অনুযায়ীই পরীক্ষা হবে বলেও জানান তারা।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত (আবশ্যিক বিষয়) পরীক্ষা আগামী ৮ মে থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসনব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
জানা যায়, ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২৪ সালের ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের ৯ মে প্রথম দফায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। প্রথম দফায় প্রকাশিত ফলাফলে ১০ হাজার ৬৩৮ জনকে উত্তীর্ণ করা হয়।
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুনরায় ৪৬তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়। পুনরায় প্রকাশিত ফলাফলে আগে উত্তীর্ণসহ মোট ২১ হাজার ৩৯৭ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।
৪৬তম বিসিএসে মোট পদসংখ্যা তিন হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ টাইপ) পরীক্ষা আগামী ২৭ জুন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
পরীক্ষার হল, আসনব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে আবেদন ফিসহ কিছু সংশোধনীর কারণে ২৬ ডিসেম্বর পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এরপর ২৯ ডিসেম্বর ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হয়।
চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি এ বিসিএসের আবেদন প্রক্রিয়া শেষ হয়। এ সময়ে ৪৭তম বিসিএসে প্রিলিমিনারিতে অংশ নিতে আবেদন করেছেন তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী- ৪৭তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। ফলে ৪৭তম বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
এএএইচ/এমকেআর/এমএস