মাস্টার্সে ২য় রিলিজ স্লিপের ভর্তির আবেদন শুরু ২৯ মে


প্রকাশিত: ০১:০৭ পিএম, ২৫ মে ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বের (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২৯ মে বিকেল ৪টা থেকে শুরু হয়ে ২ জুন রাত ১২টা পর্যন্ত চলবে।
 
যে সব শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি অথবা প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পাননি, ভর্তি বাতিল করেছেন, দ্বিতীয় পর্যায়ে নতুন করে প্রাথমিক আবেদন করেছেন এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক উক্ত প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়তা প্রদান করা হয়েছে সে সব শিক্ষার্থী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
 
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকে পাওয়া যাবে।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।
 
ভর্তির আবেদনের সময় বৃদ্ধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে এম এএস, এডভান্সড এম বি এ, এম ফিল ও পিএইচডি, প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে।

আমিনুল ইসলাম/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।