লন্ডন ইউনিভার্সিটি কলেজে পড়ার সুযোগ পেলেন রাদিফ মোস্তফা কায়সার

রাদিফ মোস্তফা কায়সার লন্ডন ইউনিভার্সিটি কলেজে (ইউসিএল) পড়ার সুযোগ পেয়েছেন। লন্ডন ইউনিভার্সিটি কলেজ বিশ্বব্যাপী সমাদৃত।
ঢাকাস্থ মাস্টারমাইন্ড স্কুল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
রাদিফ কায়সারের অধ্যয়নের বিষয় হলো - Sustainable Built Enviorenment, Energy and Resources (MEng). এ বিষয়ে ওয়ার্ল্ড রাঙ্কিংয়ে UCL হলো বিশ্বের প্রথম।
রাদিফ কায়সার ও লেভেলর পরীক্ষায় ৮ সাবজেক্টে A স্টার এবং এ লেভেল পরীক্ষায় ৪টি সাবজেক্টে A স্টার পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
রাদিফ কায়সার হলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের একমাত্র পুত্র সন্তান ।
এফএইচ/এমএইচআর/এমএস