জগন্নাথ বিশ্ববিদ্যালয়
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত প্রায় ৩০ শতাংশ শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিএসসি প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তিন শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান অনুষদের ৮৬০ টি আসনের বিপরীতে মোট আবেদন করেন ৪৪ হাজার ২২৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এরমধ্যে পরীক্ষায় অংশ নেন ৩১ হাজার ৪২ জন। যা মোট শিক্ষার্থীর শতকরা ৭০ দশমিক ২০ শতাংশ।
এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রথম শিফটের পরীক্ষা দিয়ে শুরু হয় বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। এরপর দ্বিতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা এবং পূর্ব নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট পিছিয়ে বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ‘এ’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষা হয়।
বিজ্ঞান অনুষদের প্রথম শিফটে ১৪ হাজার ৭৪১ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১০ হাজার ২২৮ জন শিক্ষার্থী। যা প্রথম শিফটের মোট শিক্ষার্থীর শতকরা ৬৯ দশমিক ৩৮ শতাংশ। দ্বিতীয় শিফটে ১৪ হাজার ৭৪২ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১০ হাজার ২২৮ জন শিক্ষার্থী। যা দ্বিতীয় শিফটের মোট শিক্ষার্থীর শতকরা ৭০ দশমিক ৫২ শতাংশ। তৃতীয় এবং সর্বশেষ শিফটে ১৪ হাজার ৭৪০ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১০ হাজার ৪১৮ জন শিক্ষার্থী। যা দ্বিতীয় শিফটের মোট শিক্ষার্থীর শতকরা ৭০ দশমিক ৬৮ শতাংশ।
আগামী ২৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
২০১৯-২০ শিক্ষাবর্ষের পরে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
এর আগে গত ৩১ ডিসেম্বর ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদের) ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।
আরএএস/এএমএ/এমএস