পাঠ্যবই দিতে দেরি

এসএসসির প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা পেছালো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

শিক্ষার্থীদের হাতে বই দিতে দেরি হওয়ায় চলতি ২০২৫ শিক্ষাবর্ষের দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষাপঞ্জিতে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়।

সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী- ২০২৬ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে, তাদের প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। আগামী ২৪ জুন থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হবে ১ সেপ্টেম্বর। আর ১৬ অক্টোবর থেকে অনুষ্ঠেয় নির্বাচনী পরীক্ষা পিছিয়ে ২৭ নভেম্বর শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সংশোধিত এ শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে সই করেছেন সরকারি মাধ্যমিক শাখার উপসচিব রহিমা আক্তার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, এসএসসির প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার সময় কিছুটা পিছিয়ে ছুটির তালিকা ও বর্ষপঞ্জি সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শিক্ষাক্রম পরিবর্তন ও বছরের শুরুতে দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে বিলম্বের কারণেই প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা পেছানো হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে রহিমা আক্তার বলেন, সার্বিকভাবে শিক্ষা কার্যক্রম সচল রাখতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার সময় অপরিবর্তিত থাকছে। ২৪ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হবে ২৭ জুলাই। বার্ষিক পরীক্ষা ২০ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হবে ৩০ ডিসেম্বর।

এএএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।