বিবিএস অর্থনৈতিক শুমারি
এক দশকে শিল্পে শ্লথ গতি, আধিপত্য বেড়েছে সেবার
![এক দশকে শিল্পে শ্লথ গতি, আধিপত্য বেড়েছে সেবার](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/bbb-20250129205941.jpg)
দেশে গত এক দশকে সেবাখাতের বিস্তার বেড়েছে। তবে শিল্পখাতে শ্লথ গতি দেখা দিয়েছে। বলা যায় দেশের অর্থনৈতিক ইউনিটগুলোর মধ্যে সেবাখাতের একচ্ছত্র আধিপত্য রয়েছে। ২০১৩ সালে যেখানে সেবাখাতের ইউনিট ছিল ৬৯ লাখ ১৫ হাজার ৯৮২টি, সেখানে ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি আট লাখ ৩৫ হাজার ৮৯৬টিতে। বর্তমানে মোট অর্থনৈতিক ইউনিটের ৯১ দশমিক ২৩ শতাংশই সেবা খাতভুক্ত।
তবে উৎপাদনশীল খাতে প্রবৃদ্ধি তুলনামূলক কম। ২০১৩ সালে শিল্পখাতের অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল নয় লাখ দুই হাজার ৫৮৩টি, যা ২০২৪ সালে বেড়ে হয়েছে ১০ লাখ ৪১ হাজার ৪৬৮টি। এ হিসাবে এক দশকে বেড়েছে মাত্র এক লাখ ৩৮ হাজার ৮৮৫টি।
অর্থাৎ, গত এক দশকে শিল্পখাতের প্রবৃদ্ধি মাত্র ১৫ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে। যেখানে ২০০১ থেকে ২০১৩ সালের মধ্যে শিল্প খাতে প্রবৃদ্ধি ছিল ১০০ দশমিক ৪১ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনৈতিক শুমারি ২০২৪-এর প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বুধবার (২৯ জানুয়ারি) বিবিএস ভবনে শুমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়।
- আরও পড়ুন
- শিল্পে উৎপাদন খাতের অবদান কমে দাঁড়ালো ৮.৭৭ শতাংশে
- দেশে চারদিকেই উদ্যোক্তা, তবে তাদের মূলধন নেই: পরিকল্পনা উপদেষ্টা
এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। শুমারির বিভিন্ন তথ্য উপস্থাপন করেন অর্থনৈতিক শুমারি প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম শাকিল আখতার ও উপপ্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান।
প্রতিবেদনে বলা হয়, দেশে গত এক দশকে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৪০ লাখ ৪৮ হাজার ৭৯৯টি বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৩৬৪টিতে।
দেশে বর্তমানে ৬২ লাখ ৮৮ হাজার ২১৪টি স্থায়ী, ৫৭ লাখ ৬৬ হাজার ২১টি অস্থায়ী এবং ৫০ লাখ ১২ হাজার ৫২৯টি পারিবারিক অর্থনৈতিক ইউনিট রয়েছে। এর মধ্যে ৭০ দশমিক ২৭ শতাংশ ইউনিট গ্রামে এবং ২৯ দশমিক ৭৩ শতাংশ শহরে অবস্থিত।
এছাড়া, দেশের মোট অর্থনৈতিক ইউনিটের মধ্যে ৮ দশমিক ৭৭ শতাংশ শিল্পখাতের এবং ৯১ দশমিক ২৩ শতাংশ সেবাখাতে। শিল্পখাতের ইউনিট ২০১৩ সালে ছিল ১১ দশমিক ৫৪ শতাংশ, যা ২০২৪ সালে কমে ৮ দশমিক ৭৭ শতাংশে নেমে এসেছে।
অঞ্চলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ ২৭ দশমিক শূন্য ৩ শতাংশ অর্থনৈতিক ইউনিট ঢাকা বিভাগে অবস্থিত।
এমওএস/কেএসআর/জিকেএস