দুয়ার সার্ভিসেসের সাবস্ক্রিপশন স্থগিত, বিএসইসিকে ডিবিএ’র ধন্যবাদ
দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) সাবস্ক্রিপশন স্থগিত করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ধন্যবাদ জানিয়েছে শেয়ারবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিবিএ থেকে পাঠানো এক বার্তায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বিএসইসিকে এ ধন্যবাদ জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, কিউআইওর সাবস্ক্রিপশন স্থগিত করার সিদ্ধান্তটি অত্যন্ত সময়োপযোগী। এ সিদ্ধান্তের ফলে শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীর আস্থা ফিরে আসবে।
তিনি বলেন, জুলাই ২৪-এ সংঘটিত ছাত্র-জনতার বিপ্লব ও গণঅভ্যুত্থানের মূল চেতনা ও দর্শন ছিল স্বচ্ছ, নিরপেক্ষ ও বৈষম্যহীন একটি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গঠন। যে ব্যবস্থার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সর্বত্র স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়ে সকল শ্রেণি-পেশার মানুষ তাদের প্রাপ্য ও অধিকার ফিরে পাবে।
তিনি আরও বলেন, আমরা লক্ষ করেছি, অতীতে বহু মন্দ কোম্পানির সাবস্ক্রিপশন ও তালিকাভুক্তির মাধ্যমে বাজারকে ধ্বংস করা হয়েছে। বাজারে মন্দ কোম্পানি এনে দর কারসাজির মাধ্যমে প্রতারণা করে হাজার হাজার কোটি টাকা বাজার থেকে তুলে নিয়ে বিনিয়োগকারীদের সর্বস্বান্ত করা হয়েছে।
এমতাবস্থায় শেয়ারবাজার ও বিনিয়োগকারীর স্বার্থ-সুরক্ষায় কিউআইওর সাবস্ক্রিপশন স্থগিত করার এরূপ সিদ্ধান্তকে আমরা ইতিবাচকভাবে বিবেচনা করি এবং এরূপ সিদ্ধান্তের জন্য কমিশনকে সাধুবাদ জানাই। আমরা আশা করি, বর্তমান কমিশন তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, মনোভাব ও কর্মকাণ্ডের দ্বারা শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে এবং এ বাজারকে সবার আস্থার জায়গায় নিয়ে যাবে- বলেন সাইফুল ইসলাম।
তিনি বলেন, শেয়ারবাজারের যেকোনো ইতিবাচক কর্মকাণ্ডে আমরা কমিশনের সঙ্গে একযোগ হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করছি এবং শেয়ারবাজারের উন্নয়ন ও অগ্রগতিতে কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছি।
এমএএস/এমএএইচ/