শিল্পের কাঁচামাল আমদানিতে ক্রেডিট মেয়াদ বৃদ্ধির আবেদন বিটিএমএ’র
শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে ক্রেডিট মেয়াদ পুনরায় বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সদস্যভুক্ত মিলসমূহের জন্য এ সুবিধা চায় সংগঠনটি।
সোমবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বরাবর এ সংক্রান্ত চিঠি দিয়ে আবেদন করা হয়। আমদানির ক্ষেত্রে ক্রেডিট মেয়াদ সদ্যবিদায়ী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃ্দ্ধি করা হয়েছিল।
বিটিএমএ জানায়, বিটিএমএ প্রাইমারী টেক্সটাইল সেক্টরের সর্ববৃহৎ সংগঠন, এর সদস্য সংখ্যা ১৮৫০। এ খাতে বিনিয়োগের পরিমাণ প্রায় ২২ বিলিয়ন মার্কিন ডলার যা বেসরকারি খাতে একক বিনিয়োগ হিসেবে সর্বাধিক। দেশের রপ্তানি আয়ের প্রায় ৮০-৮৬ ভাগ অর্জিত হচ্ছে টেক্সটাইল ও অ্যাপারেল খাত থেকে যার ৭০ ভাগের যোগানদাতা টেক্সটাইল খাত এবং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিটেশন প্রায় ৩০ শতাংশ। তাই বিটিএমএ’র সদস্য মিলগুলো বর্তমানে আমদানি পরিপূরক শিল্প হিসেবে বিবেচিত।
চিঠির মাধ্যমে আবেদন জানিয়ে বলা হয়, ইউক্রেন-রাশিয়া ও ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক মন্দাসহ নানান কারণে ২৫০ শতাংশ গ্যাসের মূল্যবৃদ্ধি, শ্রমিকের বেতন ৭০ শতাংশ বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক অসন্তোষ, প্রয়োজনীয় গ্যাস এবং বিদ্যুত সরবরাহের অভাবে মিলগুলো উৎপাদনসক্ষমতার ৫০-৬০ শতাংশের বেশি ব্যবহার করতে পারছে না। রপ্তানিমুখী টেক্সটাইল ইন্ডাস্ট্রিসহ উৎপাদনমুখী শিল্পসমূহ কাঁচামাল আমদানিকালে বিনিময়হার জনিত ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এসব কারণে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সুযোগ চায় সংগঠনটি। আমদানির ক্ষেত্রে ক্রেডিট মেয়াদ ২০২৪ সালের ৩১ পর্যন্ত বৃ্দ্ধি করা হয়। আমদানি-রপ্তানি বাণিজ্যের সুবিধার্থে শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে ক্রেডিট মেয়াদ পুনরায় বৃদ্ধির দাবি জানিয়েছে বিটিএমএ।
ইএআর/এমএইচআর/এএসএম