শেয়ারবাজারের অবস্থান খুব খারাপ না: ডিএসই চেয়ারম্যান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ০৯ জানুয়ারি ২০২৫

গুজবে কান দিয়ে যারা দুর্বল শেয়ারে বিনিয়োগ করেছেন তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিপরীতে যারা মৌলিক উপাদান দেখে বিনিয়োগ করেছেন তাদের ক্ষতি হয়নি বরং লাভ হয়েছে। এমন মন্তব্য করে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেছেন, এ মুহূর্তে উচ্চ সুদের হার রয়েছে। ব্যাংকখাতের সমস্যার কারণে অর্থনীতি বিচ্যুত হচ্ছে। রাজনৈতিক একটা অনিশ্চয়তা রয়েছে। এ পরিস্থিতিতে শেয়ারবাজার খুব খারাপ অবস্থায় নেই। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা ক্লাবে ‘পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও করণীয়’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান হাবিবুর রহমান, ডিএসইর পরিচালক মো. শাকিল রিজভী ও মিনহাজ মান্নান ইমন, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মাজেদা খাতুন উপস্থিত ছিলেন।

শেয়ারবাজারে চলা দরপতনের কারণে অনেক বিনিয়োগকারী ৫০ শতাংশের ওপরে লোকসানে রয়েছেন। শেয়ারবাজারের এই পরিস্থিতিকে আপনারা স্বাভাবিক মনে করেন কি না? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে তার উত্তরে ডিএসইর চেয়ারম্যান বলেন, রেগুলেটর বা অপারেটর বলবে না বাজার স্বাভাবিক নাকি অস্বাভাবিক। এটা বলবে বিনিয়োগকারীরা, স্টেকহোল্ডাররা।

তিনি বলেন, আমাদের দেশে এই মুহূর্তে অর্থনীতির যে মৌলিক সূচকগুলো আছে, সেই পরিস্থিতিতে আমি বলবো না যে আমাদের শেয়ারবাজারের অবস্থান খুব খারাপ অবস্থায় আছে।

মমিনুল ইসলাম বলেন, আমরা ধারাবাহিক পতনকে অ্যারেস্ট করতে পেরেছি। যেখানে আমাদের সবারই পতন শঙ্কা ছিল, বাজারে সবাই যখন আতঙ্কিত হয়ে গেলো। দ্বিতীয়ত আমাদের যারা মার্কেট প্লেয়ার ছিল, তাদের একটা বড় অংশ বা কিছু অংশ তারা বিভিন্ন ধরনের অনিয়মের মধ্যে ঢুকে পড়েছে, যখন তাদের বিচারের আওতায় আনা হচ্ছে তাদের কাছ থেকে এই মার্কেটে পতন ঘটানোর জন্য বিভিন্ন পদক্ষেপ হওয়াটা অস্বাভাবিক কিছু না। সেই পরিপ্রেক্ষিতে আমরা যেখানে আছি, আমাদের প্রত্যাশা এখান থেকে আরও ভালো হবে। কিন্তু এই মুহূর্তে যেটা আছে, সেটাকে আপনি বলতে পারেন না অস্বাভাবিক কিছু।

‘তারপরও এই জায়গায় দ্বিমত থাকবে, আমার কাছে মনে হবে স্বাভাবিক, আর একজনের কাছে মনে হবে খুবই ভালো, আর একজনের কাছে মনে হতে পারে খুবই খারাপ। কিন্তু যদি আমি গুজবে কান দিয়ে দুর্বল শেয়ারে বিনিয়োগ করে থাকি, সেখানে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। আর যারা মৌলিক উপাদান দেখে বিনিয়োগ করেছেন, আমার ধারণা তাদের ক্ষতি হয়নি বরং লাভ হয়েছে’ বলেন ডিএসইর চেয়ারম্যান।

এমএএস/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।