ডিসেম্বরে ব্যবসা সম্প্রসারণের হার কমেছে: এমসিসিআই
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) জানিয়েছে, জুলাই আন্দোলনের পর অক্টোবর থেকে টানা তিন মাস সম্প্রসারণের পরও নভেম্বরের তুলনায় ডিসেম্বর মাসে দেশের ব্যবসা সম্প্রসারণের হার কমেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) এমসিসিআইয়ের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে ডিসেম্বর মাসের বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) প্রতিবেদনে এই তথ্য জানায় দেশের অন্যতম পুরোনো ব্যবসায়িক সংগঠনটি।
ব্রিটিশ সরকারের সহায়তায় এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অফ পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট (এসআইপিএমএম)-এর প্রযুক্তিগত সহায়তায় এমসিসিআই এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমসিসিআইয়ের সচিব ফারুক আহমেদ, পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের অর্থনীতিবিদ ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক হাসনাত আলম ও সিনিয়র অ্যানালিস্ট জিয়াউর রহমান।
ডিসেম্বরে বাংলাদেশের সামগ্রিক পিএমআই স্কোর নভেম্বরের তুলনায় ০.৫ পয়েন্ট কমে ৬১.৭ তে দাঁড়িয়েছে। যা ধীরগতির সম্প্রসারণ হার নির্দেশ করে।
চারটি খাতের অর্থনৈতিক কার্যক্রমের ভিত্তিতে পিএমআই স্কোর তৈরি করা হয়। খাতগুলো হলো কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা। পিএমআই সূচকের মান ৫০ পয়েন্টের বেশি থাকার অর্থ হলো অর্থনীতিতে সম্প্রসারণ চলমান রয়েছে।
জুলাই গণ–অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে গত জুলাই থেকে সেপ্টেম্বর- তিন মাস দেশের অর্থনীতি সংকোচনের ধারায় ছিল। অক্টোবর থেকে তা সম্প্রসারণের ধারায় ফিরেছে।
টানা চার মাস ধরেই উৎপাদন খাতে ঘুরে দাঁড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আবার সম্প্রসারণের ধারায় ফিরলেও অস্থিরতার অস্থিরতা রয়েছে নির্মাণ খাতে। আবার টানা তিন মাস ধরে পরিষেবা খাতের সম্প্রসারণ ঘটছে ধীরগতিতে। কৃষি খাতেও লক্ষ্য করা যাচ্ছে ধীরগতির সম্প্রসারণ হার।
এসআরএস/এএমএ