সহযোগী দেশের স্বার্থরক্ষায় কাজ করছে বিমসটেক: বাণিজ্য উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ০৬ জানুয়ারি ২০২৫
বিমসটেকের সেক্রেটারি জেনারেলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বিমসটেক সহযোগী দেশগুলোর স্বার্থরক্ষায় কাজ করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সংস্থাটির সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মানি পান্ডে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় এমন মন্তব্য করেন তিনি।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা বিমসটেককে আরও কার্যকর করতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিমসটেক সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কাজ করার লক্ষ্যে গঠিত প্রতিষ্ঠানটি সহযোগী দেশের স্বার্থরক্ষায় কাজ করছে। বিগত ২৭ বছরে অর্জন আশানুরূপ হয়নি। তবে সহযোগী দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি, বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যকার পারস্পরিক বোঝাপড়া প্রতিষ্ঠানকে অধিক কার্যকর করতে ভূমিকা রাখতে পারে।

এসময় বাণিজ্য উপদেষ্টা আঞ্চলিক বাণিজ্য দ্বিগুণ করতে বিমসটেককে একটি রোডম্যাপ তৈরির আহ্বান জানান।

বিমসটেক সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মানি বলেন, বিমসটেককে আরও কার্যকর করতে মিনিষ্ট্রিয়াল বৈঠকগুলো সাহায্য করবে। আঞ্চলিক পরিমণ্ডলে এক্সপোর্ট, ইমপোর্ট ও বিনিয়োগ বৃদ্ধির জন্য মিনিষ্ট্রিয়াল বৈঠকগুলো ফলপ্রসূ করতে তিনি বাংলাদেশের সহযোগিতা চান।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম বৈঠকে উপস্থিত ছিলেন।

এনএইচ/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।