শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আইএলওর
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুমো পাউটিয়েনেন ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৈঠকে বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্য আ ন ম সাইফুদ্দিনও উপস্থিত ছিলেন।
এ সময় কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকদের অধিকার, শ্রম আইন সংস্কার এবং পরিবেশগত সাসটেইনেবিলিটিসহ বাংলাদেশের পোশাক শিল্পে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়।
বৈঠকে আইএলও এর নেতৃত্বে চলমান উদ্যোগসমূহ, বিশেষ করে বেটার ওয়ার্ক বাংলাদেশ কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়। উল্লেখ্য, কাজের পরিবেশ উন্নত করা এবং পোশাক কর্মীদের জন্য পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বেটার ওয়ার্ক বাংলাদেশ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
আলোচনায় পাউটিয়েনেন ও হোসেন উভয়েই পোশাক শিল্পে নিরাপদ, ন্যায্য এবং আরও টেকসই কর্মক্ষেত্র তৈরির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর জোর দেন।
আলোচনায় আইএলও এবং বিজিএমইএ এর মধ্যে সহযোগিতার সম্ভাবনা, বিশেষ করে সাপ্লাই চেনজুড়ে প্রতিষ্ঠানগুলোকে মানবাধিকার এবং পরিবেশগত প্রভাবগুলোর জন্য দায়বদ্ধ রাখার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন যে ডিউ ডিলিজেন্স নির্দেশিকা প্রণয়ন করেছে, তা প্রতিপালনে কারখানাগুলোর সক্ষমতা বাড়াতে আইএলও ও বিজিএমইএ কীভাবে একসাথে কাজ করতে পারে তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন পোশাক শিল্পে কর্মক্ষেত্রে নিরাপত্তা, শ্রমিকদের অধিকার, পরিবেশগত সাসটেইনেবিলিটি প্রভৃতি ক্ষেত্রে শিল্পের অগ্রগতিগুলো তুলে ধরেন। তিনি এসব ক্ষেত্রে আরও অগ্রগতি অর্জনের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়েও শিল্পের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে বিজিএমইএ এর পক্ষ থেকে বাংলাদেশের পোশাকখাতের জন্য সামাজিক সংলাপ এবং শিল্প সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে প্রকল্প গ্রহণের বিষয় বিবেচনা করার জন্য আইএলও’কে আহ্বান জানানো হয়।
তারা এআই এবং প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের দক্ষতা বিকাশে সহযোগিতা করার জন্যও আইএলওকেও আহ্বান জানিয়েছেন।
এমআরএম/জিকেএস