ডিএসইর লেনদেন শুরু, চলবে ২টা ৫০ মিনিট পর্যন্ত
নেটওয়ার্ক সমস্যার কারণে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৫ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর লেনদেন শুরু হয়েছে। এ কারণে আজ নির্ধারিত সময়ের থেকে আধাঘণ্টা বেশি অর্থাৎ দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। লেনদেনের শুরুতে শেয়ারবাজারে কিছুটা নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।
নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কথা। তবে নেটওয়ার্ক সমস্যার কারণে দেড় ঘণ্টা পর বেলা সাড়ে ১১টায় লেনদেন শুরু হয়।
নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে না পারার কারণ জানতে চাইলে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহ জাগো নিউজকে বলেন, নেটওয়ার্ক সমস্যার কারণে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করা সম্ভব হয়নি।
সফটওয়্যারের কোনো সমস্যা আছে কি না? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, না, সফটওয়্যারে কোনো সমস্যা নেই। নেটওয়ার্কের সমস্যা হয়েছে।
- আরও পড়ুন
নেটওয়ার্ক সমস্যায় আটকে গেছে ডিএসইর লেনদেন
অর্ধশত পণ্য-সেবায় ভ্যাট বাড়ানো নিয়ে যে ব্যাখ্যা দিলো এনবিআর
এদিকে, ডিএসইতে রোববারের লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচক ঋণাত্মক হয়ে পড়ে। লেনদেনের প্রথম আধাঘণ্টাজুড়ে এই নেতিবাচক ধারণা অব্যাহত রয়েছে। একই সঙ্গে লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ১২টা ২০ মিনিটে ৯৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৫টির। এছাড়া ৮৭টির দাম কমেছে।
এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৮ পয়েন্ট। ডিএসই-৩০ সূচক কমেছে এক পয়েন্ট। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক কমেছে এক পয়েন্ট। লেনদেন হয়েছে ৭৮ কোটি ২৮ লাখ টাকা।
এমএএস/কেএসআর