সোনালী ব্যাংকের রেকর্ড পরিচালন মুনাফা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ০২ জানুয়ারি ২০২৫

রেকর্ড ৫ হাজার ৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে সোনালী ব্যাংক পিএলসি। সদ্য-বিদায়ী ২০২৪ সাল শেষে ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছে ৫ হাজার ৬৩৪ কোটি টাকা। যা বিগত বছরের চেয়ে এক হাজার ৭৮৮ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর মতিঝিল প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান। এসময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

এমডি শওকত আলী খান বলেন, ২০২৩ সাল শেষে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফার পরিমাণ ছিল ৩ হাজার ৮৪৬ কোটি টাকা। রেকর্ড মুনাফার পাশাপাশি ব্যাংকটির আমানতের পরিমাণও বেড়ে ১ লাখ ৬৪ হাজার ৯৬০ কোটি টাকা হয়েছে, যা গত বছরের চেয়ে ১৪ হাজার ৩৪২ কোটি টাকা বেশি।

তিনি বলেন, ২০২৪ সাল শেষে ব্যাংকের নেট ইন্টারেস্ট ইনকামের পরিমাণ বেড়ে এক হাজার ৪২৫ কোটি টাকা হয়েছে। যা গত বছরের চেয়ে ৯৪৯ কোটি টাকা বেশি। ২০২৩ সাল শেষে নেট ইন্টারেস্ট ইনকাম ছিল ৪৭৬ কোটি টাকা। ২০২৩ সালের তুলনায় শ্রেণিকৃত ঋণ ৩ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। এছাড়া ২০২৩ সালের তুলনায় বিতরণ করা ঋণের পরিমাণ কমেছে এক হাজার ৬২৪ কোটি টাকা।

ইএআর/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।