মাসে আট সভার সম্মানি নিতে পারবেন ব্যাংক পরিচালকরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪
ফাইল ছবি

ব্যাংকের পরিচালকরা মাসে সর্বোচ্চ আট সভার সম্মানি নিতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সভা অনুযায়ী এতদিন সম্মানি নিতেন ব্যাংক পরিচালকরা। তবে ব্যাংকগুলো নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচালনা পর্ষদ ও অন্যান্য কমিটি এক বা একাধিক সভা করতে পারবে।

সোমবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক-কোম্পানির পর্ষদ ও অন্যান্য কমিটির সভা যথাসম্ভব সীমিত সংখ্যক রাখা বাঞ্ছনীয়। তবে প্রয়োজনের নিরিখে কোনো মাসে ব্যাংক-কোম্পানির পর্ষদ ও অন্যান্য কমিটির যত সংখ্যক সভাই অনুষ্ঠিত হোক না কেন, মাসে পরিচালক সর্বোচ্চ ৮টি সভার সম্মানি প্রাপ্য হবেন। এর মধ্যে নির্বাহী কমিটির সম্মিলিতভাবে ছয়টি সভা, অডিট কমিটির একটি সভা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির একটি সভায় উপস্থিতির জন্য এরূপ সম্মানি প্রাপ্য হবেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

ইএআর/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।