বছরের শেষ কার্যদিবস
সূচক বাড়লেও কমেছে লেনদেন
চলতি বছরের শেষ কার্যদিবস সোমবার (৩০ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে কমেছে তার থেকেও বেশি। এরপরও দুই বাজারেই বেড়েছে মূল্যসূচক। তবে লেনদেনের পরিমাণ কমেছে।
আগামীকাল ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডের কারণে শেয়ারবাজারে লেনদেন হবে না। সে হিসাবে আজ সোমবারই ২০২৪ সালের শেষ কার্যদিবস পার করলো শেয়ারবাজার। ২০২৪ সালের বেশিরভাগ সময়জুড়ে শেয়ারবাজারে মন্দাভাব দেখা গেছে। তবে বছরের শেষ তিন কার্যদিবস মূল্যসূচক বেড়েছে।
বছরের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখীর দেখা মিলে। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে লেনদেনের শেষ পর্যন্ত। তবে প্রথম তিন ঘণ্টার লেনদেন পার হওয়ার পর হঠাৎ অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়। এতে মূল্যসূচকও ঋণাত্মক হয়ে পড়ে।
অবশ্য শেষ আধাঘণ্টা লেনদেনে বড় মূলধনের বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ে। ফলে মূল্যসূচকও বাড়ে। তবে দাম বাড়ার থেকে দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থেকেই বছরের শেষ কার্যদিবসের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৮৪টির এবং ৭১টির দাম অপরিবর্তিত রয়েছে। এরপরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১৬ পয়েন্টে উঠে এসেছে।
অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ পয়েন্টে অবস্থান করছে।
মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৭৩ কোটি ৮৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৭৪ কোটি ৩৬ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৫০ লাখ টাকা।
এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ২৪ কোটি ৩৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১১ কোটি ৮৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ফাইন ফুডস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রূপালী ব্যাংক, সিটি ব্যাংক, লিন্ডে বাংলাদেশ, লাভেলো আইসক্রিম এবং মিডল্যান্ড ব্যাংক।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০০টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪ কোটি ১৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪ কোটি ৮২ লাখ টাকা।
এমএএস/এমআইএইচএস/এমএস