সবচেয়ে কম টাকায় নেপাল নিয়ে যাবে ইউএস-বাংলা


প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৫ মে ২০১৬

সর্বনিম্ন ভাড়ায় ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ফ্লাইট চালু করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। মাত্র ১৩ হাজার ৯৯৯ টাকায় এই ভ্রমণ করা যাবে। আর ওয়ান ওয়েতে টিকেট মূল্য ধরা হয়েছে ৯ হাজার ৯৯৯ টাকা।

রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে ইউএস বাংলার আন্তর্জাতিক রুটের প্রথম ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দুই বছর ধরে সরকারিভাবে অভ্যন্তরীণ রুটে ডমেস্টিক ফ্লাইট চলাচল বন্ধ ছিল। বর্তমানে বেসরকারি এয়ারলাইন্সগুলোর সহযোগিতায় তা নিয়মিত পরিচালিত হচ্ছে। বরিশাল রুটে যাত্রী পাওয়া নিয়ে যে সংশয় ছিল, তা এখন সম্ভাবনায় পরিণত হয়েছে। আমি বরিশালের ছেলে। বরিশালের যাত্রীরা এখন আরো বেশি ফ্লাইটের প্রয়োজনের কথা আমাকে অবহিত করে। আন্তর্জাতিক রুটে ইউএস বাংলার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা আন্তর্জাতিক রুটে আমাদের প্রথম ফ্লাইট চালু করেছি। আরো কিছু আন্তর্জাতিক রুটে শিগগিরই আমাদের ফ্লাইট চালু হবে।’

বর্তমানে তিনটি ৭৬ আসনবিশিষ্ট ড্যাশ ৮-কিউ৪০০ সিরিজের নিউ জেনারেশন এয়ারক্রাফট রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সে। জুলাইয়ের মধ্যে বিমানবহরে দুটি বোয়িং ৭৩৭-৮০০ ও আরো একটি ড্যাশ -৮ কিউ ৪০০ এয়ারক্রাফট যুক্ত হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনিয়ট-পিয়েরি লারামি প্রমুখ।

প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে দুপুর ৩টায় ঢাকা বিমানবন্দর ছেড়ে যাবে ইউএস বাংলার ফ্লাইট। কাঠমান্ডু থেকে বিকেল ৫টা ১০ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।
 
আরএম/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।