মোবাইল সিমের বায়োমেট্রিক নিবন্ধন না থাকলে ই-রিটার্ন দেবেন যেভাবে 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০২ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪
৩১ জানুয়ারির মধ্যে অনলাইনে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে এনবিআর

অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করার অংশ হিসেবে নানান পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে যাদের মোবাইল ফোনের সিমের বায়োমেট্রিক নিবন্ধন নেই, তাদের ই-রিটার্ন দাখিলের জন্য নিবন্ধন সম্পন্ন করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন জানান, যেসব করদাতা জাতীয় পরিচয়পত্র থাকার পরও মোবাইল ফোনের সিমের বায়োমেট্রিক নিবন্ধন না থাকায় ই-রিটার্ন দাখিল করতে পারছেন না- তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে এনবিআর।

তিনি বলেন, এ ধরনের করদাতারা জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিবের (কর তথ্য ব্যবস্থাপনা ও মূল্যায়ন) ৭১৭ নং কক্ষে উপস্থিত হয়ে লিখিত আবেদন করতে পারবেন। অফিস চলাকালীন ই-রিটার্ন সিস্টেমে এ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন তারা।

এনবিআর জানায়, এরই মধ্যে প্রায় ১০ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব করদাতাকে সহজে ও নির্বিঘ্নে অনলাইনে রিটার্ন দাখিল করার আহ্বান জানিয়েছে এনবিআর।  

এসএম/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।