আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের সময় বাড়লো
‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২য় পর্যায় (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের সময় আরও এক বছর বাড়লো। এতে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে নিয়োজিত এনজিও সমূহের সঙ্গে সম্পাদিত চুক্তির দ্বিতীয় ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্ব সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২য় পর্যায় (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ২২টি প্যাকেজের অধীনে ২২টি পার্টনারশিপ এলাকায় প্রকল্পের বর্ধিত ১২ মাসের জন্য (১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত) স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে নিয়োজিত এনজিওসমূহের সঙ্গে সম্পাদিত চুক্তির দ্বিতীয় ভেরিয়েশন প্রস্তাব উপস্থাপন করা হয়।
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ২২টি প্যাকেজের মধ্যে ১০, ১২ ও ১৯ নম্বর বাদে অবশিষ্ট ১৯টি প্যাকেজ অনুমোদন করেছে। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো পার্টনারশিপ এলাকায় ১০টি এনজিও প্রতিষ্ঠান।
এমএএস/এমআইএইচএস