বছরে চার লাখ টন ডিএপি সার দেবে সৌদি আরব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪
ফাইল ছবি

সৌদি আরবের মালিকানাধীন সার সরবরাহ কোম্পানি মা’আদেন (Ma'aden) বাংলাদেশকে সাশ্রয়ী দামে বছরে চার লাখ টন ডিএপি সার সরবরাহ করবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মা’আদেনের সঙ্গে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) এ সংক্রান্ত চুক্তি গত ১৫ ডিসেম্বর সৌদি আরবের রিয়াদে কোম্পানিটির প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিটির প্রতিনিধি ও বিএডিসির চেয়ারম্যান রুহুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এ সময় উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী কোম্পানিটি বিএডিসির অনুকূলে বছরে চার লাখ টন ডিএপি সার সরবরাহ করবে।

চুক্তির মেয়াদকাল দুই বছর (৩১ ডিসেম্বর ২০২৪ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।) পাশাপাশি এ সময় কোম্পানিটি সারের কার্যকর ব্যবহারে বাংলাদেশের কৃষকদের সরাসরি প্রশিক্ষণ প্রদান ও দেশে তাদের অর্থায়নে একটি গুদাম তৈরি করে দেওয়ার আগ্রহের কথা জানান।

সৌদি আরব থেকে পূর্বে আন্তর্জাতিক দরের চেয়ে চার ডলার কমে আমদানির চুক্তি ছিল, বর্তমান চুক্তিতে এ মূল্য টন প্রতি ছয় ডলার কম। এতে ডিএপি সার আমদানিতে মোট ২৮ কোটি ৮০ লাখ টাকা সাশ্রয় হবে।

এনএইচ/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।