৫ বছরে সর্বনিম্ন
উন্নয়নে গতি নেই, ৫ মাসে এডিপি বাস্তবায়ন ১২ দশমিক ২৯ শতাংশ
আওয়ামী লীগ সরকার পতনের পর থমকে যাওয়া উন্নয়ন কাজে এখনো গতি আসেনি। চলতি (২০২৪-২৫) অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ১২ দশমিক ২৯ শতাংশ। এডিপি বাস্তবায়নের দিক থেকে গত পাঁচ বছরে এটিই সর্বনিম্ন।
রোববার (১৫ ডিসেম্বর) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) দেওয়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) হালনাগাদ তথ্যে এমন চিত্র উঠে এসেছে।
চলতি অর্থবছরের শুরু থেকে আন্দোলন ও পরে আগস্টে ক্ষমতার পালাবদলে সৃষ্টি হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি প্রশাসনে রদবদলের ধাক্কায় সরকারি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে এ ধীরগতি চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আইএমইডি জানায়, টাকার অঙ্কে পাঁচ মাসে মোট ব্যয় হয়েছে ৩৪ হাজার ২১৪ কোটি ৫৫ লাখ টাকা, অথচ এই সময়ে মোট বরাদ্দ ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে পাঁচ মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ১৭ দশমিক ০৬ শতাংশ, ২০২২-২৩ অর্থবছরে ১৮ দশমিক ৪১, ২০২১-২২ অর্থবছরে ১৮ দশমিক ৬১ ও ২০২০-২১ অর্থবছরে ১৭ দশমিক ৯৩ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল। অর্থাৎ গত পাঁচ বছরে এবারই কম এডিপি বাস্তবায়ন হয়েছে। শুধু নভেম্বর মাসে ১২ হাজার ২৩৬ কোটি টাকা ব্যয় হয়েছে, যা মোট বরাদ্দের মাত্র ৪ দশমিক ৪০ শতাংশ।
এমওএস/ইএ/জেআইএম