বেসরকারি খাতে উন্নয়নে ১২০০ কোটি টাকা দেবে এডিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৭ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪
এনইসি সম্মেলন কক্ষে এডিবি-বাংলাদেশের মধ্যে ঋণচুক্তি

বাজেট সহায়তার আওতায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দেবে। প্রতি ডলার ১২০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১ হাজার ২০০ কোটি টাকা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নগরীর এনইসি সম্মেলন কক্ষে এডিবি-বাংলাদেশের মধ্যে ঋণচুক্তি হয়েছে।

স্ট্রেনদেনিং বাংলাদেশ ইনফ্রাস্টাক্চার ফাইন্যান্স ফান্ড লিমিটেড অ্যাডিশনাল ফাইন্যান্সিং প্রকল্পের আওতায় এ স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, এডিবির পক্ষে বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর হো ইয়ুন জিয়ং ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।

বাজেট সহায়তা হিসেবে ৬০ কোটি ডলার দেবে এডিবি প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২৪-২০২৯। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বাস্তবায়িতব্য অবকাঠামোগত উন্নয়ন খাতে বিনিয়োগ বৃদ্ধিতে সক্ষমতা বাড়ানোর জন্য এডিবি প্রস্তাবিত প্রকল্পের অনুকূলে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে।

এ ঋণটি অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্স হিসেবে পাওয়া গেছে, যা ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরে পরিশোধযোগ্য। ঋণটির বার্ষিক সুদের হার ০ দশমিক ৫০ শতাংশ।

এমওএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।