কৃষি-উৎপাদন-সেবা খাতে ভর করে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪
নভেম্বর মাসে কৃষি খাতের সম্প্রসারণের হার বেড়েছে/ ফাইল ছবি

টানা তিন মাসের সংকোচনের পর বাংলাদেশ অর্থনীতি ধীরে ধীরে সম্প্রসারণের দিকে এগিয়ে যাচ্ছে। নভেম্বরে বাংলাদেশের সামগ্রিক পিএমআই স্কোর বেড়েছে। এক্ষেত্রে কৃষি, উৎপাদন এবং সেবা খাতের অবদান বেশি। তবে এ মাসে নির্মাণ খাত সংকোচন হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) নভেম্বর মাসের বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) স্কোর প্রকাশ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) এ সূচক প্রকাশ করে। এতে নভেম্বরে দেশের অর্থনীতির চিত্র তুলে ধরা হয়।

পিএমআই রিপোর্টে দেখা যায়, নভেম্বরে বাংলাদেশের সামগ্রিক পিএমআই স্কোর অক্টোবরের তুলনায় ৬ দশমিক ৫ পয়েন্ট বেড়েছে। এতে স্কোর পৌঁছেছে ৬২ দশমিক ২ পয়েন্টে।

এই পিএমআই রিডিং বাড়াতে বেশি অবদান রেখেছে কৃষি, উৎপাদন এবং সেবা খাতের দ্রুত সম্প্রসারণ। তবে আলোচ্য মাসে সংকোচনে ফিরে গেছে নির্মাণ খাত।

এ মাসে কৃষি খাতের সম্প্রসারণের হার বেড়েছে। এ খাতে নতুন ব্যবসা এবং ব্যবসায়িক কার্যক্রম সূচকের দ্রুত সম্প্রসারণ হয়েছে। তবে, কর্মসংস্থান সূচক ধীর সংকোচন এবং অর্ডার ব্যাকলগ সূচকে দ্রুত সংকোচন দেখা গেছে।

পাশাপাশি উৎপাদন খাতের সম্প্রসারণের হার বেড়েছে। নতুন অর্ডার, নতুন রপ্তানি, কারখানা উৎপাদন, ইনপুট ক্রয় এবং ইনপুট মূল্যসূচকের সম্প্রসারণ রেকর্ড করেছে। আমদানি, কর্মসংস্থান এবং সরবরাহকারীর ডেলিভারির জন্য প্রথমবার সম্প্রসারণ সূচক রেকর্ড করা হয়েছে। এতে অর্ডার ব্যাকলগ সূচক ধীর সংকোচন হার দেখিয়েছে।

নির্মাণ খাত আগের মাসে সামান্য সম্প্রসারণের পরে ফের সংকোচনে ফিরে গেছে। ইনপুট খরচ এবং অর্ডার ব্যাকলগ সূচকের জন্য সংকোচন রেকর্ড করা হয়েছে। তবে নতুন ব্যবসা, নির্মাণ কার্যক্রম এবং কর্মসংস্থান সূচকের জন্য সম্প্রসারণ রেকর্ড করা হয়েছে।

সেবা খাতের সম্প্রসারণের হার বেড়েছে। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম এবং অর্ডার ব্যাকলগ সূচকের দ্রুত সম্প্রসারণ হয়েছে। ইনপুট খরচ সূচক ধীর সম্প্রসারণ হার দেখিয়েছে এবং কর্মসংস্থান সূচক সম্প্রসারণে ফিরে এসেছে।

পিএমআই সূচক দেশের অর্থনৈতিক অবস্থার সময়োপযোগী ও সঠিক বিশ্লেষণ দেয়, যা ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকদের সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

এসআরএস/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।