ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ৫ দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৪
ডাচ-বাংলা ব্যাংকের লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাঁচ দিন বন্ধ থাকবে/ ফাইল ছবি

ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে বেসরকারি খাতের ডাচ-বাংলা ব্যাংকের লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাঁচ দিন বন্ধ থাকবে।

ব্যাংকটির আবেদনের পরিপেক্ষিত বুধবার (৪ ডিসেম্বর) এ নির্দশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ‌‍নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে কোর ব্যাংকিং সার্ভিসেস পাঁচ দিন (১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত) এবং এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস সাত দিন (৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি) সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে ডাচ-বাংলা ব্যাংক পিএলসির আবেদনে সম্মতি দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

ইএআর/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।